শনিবার (৪ জানুয়ারি) সকালে পার্ক ও লেক সন্নিবেশিত আইইউবিটির দৃষ্টি নন্দন গ্রিন ক্যাম্পাসের উম্মুক্ত অডিটোরিয়ামে এ পরিচিতি পর্ব হয়।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয়।
সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগমের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষকেরা।
বক্তারা শিক্ষার্থীদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরিচয় পর্ব শেষে প্রিয় ক্যাম্পাস ঘুরে দেখেন নবীন শিক্ষার্থীরা।
সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংলিশ এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমএ/