ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কলেজ পর্যায়ে বিশ্বমানের শিক্ষা প্রণয়নে আহ্বান শিক্ষাবিদদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
কলেজ পর্যায়ে বিশ্বমানের শিক্ষা প্রণয়নে আহ্বান শিক্ষাবিদদের

ঢাকা: উন্নয়নশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা ও উন্নত জাতি গঠনে দেশের কলেজ পর্যায়ে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। বিশ্বায়নের এ যুগে কলেজ পর্যায়ের শিক্ষার আধুনিকায়ন না হলে দেশের উচ্চশিক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না বলে অভিমত তাদের। ফলে সরকারকে উচ্চশিক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান ও এ খাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা।

সোমবার (১৩ জানুয়ারি) ইউজিসিতে আয়োজিত কলেজ এডুকেশন ডেভলপমেন্ট প্রজেক্ট’র (সিইডিপি) ১৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়নে বিজ্ঞান, টেকনোলজি ও আইসিটি উন্নয়ন কমিটির এক সভায় এসব কথা বলেন শিক্ষাবিদরা।  
 
তারা বলেন, কলেজ শিক্ষাকে এগিয়ে নিতে হলে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি।

কলেজ পর্যায়ে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে মানসম্মত পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। এ পাঠ্যপুস্তক যেন অন্তত ২০ বছর টেকসই হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কলেজে বিজ্ঞান শিক্ষার বর্তমান পর্যায় নির্ধারণ করতে বেইজলাইন স্টাডি করা প্রয়োজন বলে অভিমত তাদের। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে আরও অনুপ্রেরণা দিতে হবে বলেও জানান তারা।
 
ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সুব্রত কুমার আদিত্য, আইআইটি বিভাগের ড. মো. মাহবুবুল আলম জোয়ারদার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার সায়েন্স বিভাগের ড. হাসিনা খান, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. লাফিফা জামাল বক্তব্য রাখেন।
 
এছাড়া বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. সিলিয়া শাহনাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী এবং সিইডিপি’র প্রকল্প পরিচালক এ কে এম মুখলেছুর রহমানসহ প্রমুখ সভায় মতামত দিয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০ 
এমআইএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ