ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

বরিশাল পলিটেকনিকে ২য় শিফটের ক্লাস চালুর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
বরিশাল পলিটেকনিকে ২য় শিফটের ক্লাস চালুর দাবি বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাস নিয়মিত চালু রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে থেকে বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটে শতভাগ ক্লাস নিশ্চিত করা, দ্বিতীয় শিফটের জন্য নতুন শিক্ষক নিয়োগ দেওয়া, ল্যাবগুলো সংস্কার করা, আবাসিক ব্যবস্থার উন্নয়ন ও সিট সংখ্যা বৃদ্ধি করাসহ ১০ দফা দাবির কথা জানিয়ে বক্তব্য ও স্লোগান দেয়।

ইনস্টিটিউটের সিভিল বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমার জানান, তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী শনিবার থেকে লাগাতার আন্দোলন শুরু করবেন।

এদিকে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালনের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং ইনস্টিটিউট প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।