ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা: বশেফমুবিপ্রবি বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
করোনা: বশেফমুবিপ্রবি বন্ধ ঘোষণা

সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তাররোধে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বশেফমুবিপ্রবির ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কার্যাক্রমও বন্ধ থাকবে।

 

এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে।  

শিক্ষার্থীসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বশেফমুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে। এ অবস্থায় আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। ছুটির সময়ে অবশ্যই শিক্ষার্থীসহ সবাইকে নিজ বাসস্থানে থাকা উচিত।  

চীনের উহান থেকে  ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশেও এখন পর্যন্ত ১৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।