ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা: ৩১ মার্চ পর্যন্ত ইবির প্রশাসনিক কার্যক্রম বন্ধ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
করোনা: ৩১ মার্চ পর্যন্ত ইবির প্রশাসনিক কার্যক্রম বন্ধ

ইবি: করোনা সতর্কতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধের পর এবার বন্ধ হয়ে গেল প্রশাসনিক কার্যক্রমও। ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে প্রশাসনিক কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রসহ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর খোলা থাকবে।

শনিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৪৯ (ক) তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালেয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি জানান।

জানা যায়, করোনা সতর্কতায় গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল বন্ধ করার নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে ১৯ মার্চ ক্যাম্পাসে দর্শণার্থী ও বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞাও জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।