ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে এসএসসিতে পাসের হার ৮০.১৩ শতাংশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ৩১, ২০২০
ময়মনসিংহে এসএসসিতে পাসের হার ৮০.১৩ শতাংশ

ময়মনসিংহ: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। 

এ হিসেবে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

পাসের দিক থেকে ছেলেদের হার হচ্ছে ৮০ দশমিক ১৭ ও মেয়েদের ৮০ দশমিক ১০ শতাংশ। ৪ জেলায় ২১টি প্রতিষ্ঠান শতভাগ পাস করলেও ২টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী পাস করেনি। বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ২৪ হাজার ৮৩৪ জন।  

রোববার (৩১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।

তিনি  জানান,  এবার ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ লাখ ২৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা নিয়ে নবগঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহের ১৩১টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।  

কামাল হোসেন জানান, জেলাভিত্তিক ফলাফলে ময়মনসিংহ জেলায় পাসের হার ৮০ দশমিক শূন্য ৫, শেরপুর জেলায় ৮৩ দশমিক ১৭, নেত্রকোনা জেলায ৭৯ দশমিক ৭৪ ও জামালপুর জেলায় ৭৮ দশমিক ৯৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ৩১, ২০২০ 
একে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।