ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটির শিক্ষার্থীদের ভার্চ্যুয়াল পরিচিতি 

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আইইউবিএটির শিক্ষার্থীদের ভার্চ্যুয়াল পরিচিতি 

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সামার-২০২০ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ভার্চ্যুয়াল পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ভার্চ্যুয়াল অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক রুলস, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।  

সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের  সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, বিজনেসের ডিন প্রফেসর ড. খায়ের জাহান সোগরা, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমানসহ অন্যান্য অধ্যাপকরা।



বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। এছাড়াও করোনা ভাইরাসের প্রভাব কমলেই সরকারি সিদ্ধান্ত মেনেই ক্যাম্পাসে নিয়মিত ক্লাস হবে বলে শিক্ষার্থীদের অবহিত করেন।

আইইউবিএটির সহকারী অধ্যাপক কানিজ কাকনের পরিচালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় ডিন, চেয়ার, কো অর্ডিনেটর, শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংলিশ ও মাস্টার্স পর্যায়ে এমবিএ প্রোগ্রামে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে অনলাইনে  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, ১ জুলাই থেকে আইইউবিএটির সামার ২০২০ সেমিস্টারের নিয়মিত অনলাইন ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।