ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নাসায় বিজ্ঞানী হিসেবে কাজ করবেন শাবিপ্রবির ফাহাদ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
নাসায় বিজ্ঞানী হিসেবে কাজ করবেন শাবিপ্রবির ফাহাদ ফাহাদ আল আবদুল্লাহ

শাবিপ্রবি (সিলেট): যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, ফাহাদ নাসা গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে পোস্টডক্টোরাল সায়েন্টিস্ট হিসেবে কাজ শুরু করবেন। তার কর্মক্ষেত্রটি নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্তীকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে।  

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে ফাহাদ বলেন, নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করবো, যা আমার কাছে অবাস্তব মনে হচ্ছে।  

এ স্বপ্ন পূরণে যারা তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ