ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সহকারী জজ পদে মনোনীত ইবির ছয় শিক্ষার্থী

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
সহকারী জজ পদে মনোনীত ইবির ছয় শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা (বিজেএস)-২০১৯ এ সহকারী জজ পদে উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ছয় শিক্ষার্থী।

শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ও বিভাগীয় সূত্রে এতথ্য জানা যায়।

ইবি থেকে উত্তীর্ণ ছয় শিক্ষার্থী হলেন- ২০০৮-০৯ শিক্ষাবর্ষের আরিফা আক্তার (মেধাক্রম-৮ম), ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো. মেহেদী হাসান (মেধাক্রম-২৯), ২০১০-১১ শিক্ষাবর্ষের সাদ্দাম হোসাইন (মেধাক্রম-৫৮), ২০১২-১৩ শিক্ষাবর্ষের লাবনী রাজনী (মেধাক্রম-৬৫), ২০১১-১২ শিক্ষাবর্ষের আয়েশা সিদ্দীকা (মেধাক্রম-৯৬) একই শিক্ষাবর্ষের অর্পিতা আক্তার (মেধাক্রম-৩১)।

শিক্ষার্থীদের এ সাফল্যে নিজের অনুভূতি জানাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল বাংলানিউজকে বলেন, ‘ উত্তীর্ণ ছয় শিক্ষার্থীকে আমার নিজের ও বিভাগের পক্ষ থেকে অভিনন্দন। তবে সংখ্যাটা আরো বেশি হওয়া উচিত ছিল। শুধু আইন বিভাগ নয় অন্যান্য বিভাগের শিক্ষাথীরাও তাদের অর্জিত জ্ঞান মানবসেবায় কাজে লাগাতে পারলে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সাধিত হয়। ’  

শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা (বিজেএস)-২০১৯ এর সহকারী জজ পদের ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে ১০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছয় জন শিক্ষার্থী উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।