ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পদ্ধতিতে থাকছে না লিখিত পরীক্ষা

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
রাবির ভর্তি পদ্ধতিতে থাকছে না লিখিত পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পদ্ধতিতে এবার থাকছে না ‘লিখিত পরীক্ষা’। কেবল বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

 

করোনার প্রাদুর্ভাব থাকলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সদস্য ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।   রাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের এতে সভাপতিত্ব করেন।  

অধ্যাপক হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১৭ ডিসেম্বর জানানো হবে। মঙ্গলবার উপ-কমিটির সভায় কিছু সিদ্ধান্ত হয়েছে। আগে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এবার কেবল বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ