ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবি ইংরেজি বিভাগ অ্যালামনাই প্রস্তুতি কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
জবি ইংরেজি বিভাগ অ্যালামনাই প্রস্তুতি কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের সাবেক শিক্ষার্থী সাইদুর রহমান জুয়েলকে আহ্বায়ক ও জ্যৌতির্ময় সাহা অপুকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হেকেপ কনফারেন্স রুমে ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় উপস্থিত বিভাগের বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় নবগঠিত কমিটিকে ইংরেজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নসহ অন্যান্য কার্যাবলি সম্পন্ন করতে বলা হয়েছে।

কমিটির সম্মানিত সদস্যরা হলেন শাহেন শাহ মাহমুদ, জাহিদুল আলম, মাহবুব আলম, আল-আমিন, মিল্টন দত্ত, ইব্রাহিম হোসেন, আলমগীর হোসেন, সাদেক হোসাইন, আবু মুসা, কামরুল হাসান, কামরুল ইসলাম খান ও সুদিপ্ত বসাক।

যুগ্ম আহ্বায়ক হিসেবে শাহ শোয়াইব মিয়া, মোস্তাফিজুর রহমান, কাজী জেবেল, ফিরোজ আলম, মরিয়ম স্বর্ণা, নিজাম উদ্দিন,রাজু আহমেদ, আবির শুভ্র, নন্দী সুমন, শরিফুল সোহাগ, সুবাশিষ সাহা, সালাউদ্দিন সাদি, উৎপল দাস, ফারহানা আফরোজ জেমী, মিজানুর রহমান, রিন্টু মোরশেদ, কাজী আওলাদ হোসেন, মারফত আলী, মিজানুর রহমান, বিল্লাল হোসাইন, রানা আহমেদ, খান মো. তানজির হোসাইন, রাসেল খান, বিথী মজুমদার, এম এ হাসনাত, শেখ মুবাশশিরা নিসা মানসুরা, দ্বিগবিজয় ভট্টাচার্য, ইমরুল হাসান বাপ্পিকে মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, মাহমুদুল হাসান, ফিরোজ মিয়া, হাদিউজ্জান হাদি, মুহসিন হাসান, ইজাজুল ইসলাম দীপু, নাসরিন ফারহানা খানম (রাহি), মাসুদ মোল্লা, মেহেদী হাসান জনি, সাইফুল ইসলাম শরিফ, কামরুল হুসাইন, খাইরুল ইসলাম বাশার, স্যামুয়েল সাহা, মো ফজলে রাব্বি, নারায়ন চন্দ্র রায়, ইমরান আবদুল্লাহ, রবিউল আলম, মাহদী হাসান, তৌওহীদ তমাল, মো. মোস্তাফিজুর রহমান, ইফতেখার আলম রিয়াদ, সোহেল রানা, আবু রায়হান ও ফারহান আবীরকে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।