ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে পাসের হার ৯৬.৩২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
ফেনীতে পাসের হার ৯৬.৩২ শতাংশ

ফেনী: প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ফেনীতে পাসের হার ৯৬.৩২ শতাংশ।  

কুমিল্লা শিক্ষাবোর্ডের দেওয়া তথ্য মতে, করোনাকালীন এবারের পরীক্ষায় জেলার ১৮৩টি স্কুলের ২০ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২০৩ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ৪০ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

ফেনী সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন জানান, করোনার এ খারাপ সময়ে অল্প প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ফলাফল ভালো হয়েছে। বিগত বছরের চাইতে এ বছরের ফল ভালো।  

রাকিব হোসেন নামে স্কুলটির এক শিক্ষার্থী বলেন, নতুন নিয়ম, অল্প সময় ও অল্প প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, ফলাফল ভালোই, আমরা হতাশ নই।

জেলায় ফলাফলে এগিয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলটি থেকে অংশগ্রহণ করেছে ২৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯৫ জন।

শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করেছে ৪২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ পেয়েছে ৭২ জন।  

ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ ৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এমএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।