ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ইবি আইন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
ইবি আইন বিভাগের নতুন সভাপতি  অধ্যাপক ড. রেবা মন্ডল অধ্যাপক ড. রেবা মন্ডল -ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি, কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক ড. রেবা মন্ডল। তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. নুরুন বাহারের স্থলাভিষিক্ত হলেন।

অধ্যাপক ড. রেবা মন্ডল শনিবার (২৮ মে)  ইবির আইন বিভাগের সভাপতি পদে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, 'শুক্রবার (২৭ মে) অধ্যাপক ড. নূরুন নাহারের সভাপতির মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১)-এর ধারা মোতাবেক আগামী তিন বছরের জন্য তাঁকে সভাপতি হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. রেবা মন্ডল এর আগে আইন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘন্টা, মে ২৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।