ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

শিক্ষা

শাবিতে জিডিএন সাস্টের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
শাবিতে জিডিএন সাস্টের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, সাস্ট’ (জিডিএন) এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির উদ্দিন চৌধুরী পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিডিং এন আন্ডারগ্র্যাড লাইফ এলাইনিং উইথ ইন্ডাস্ট্রি এক্সপেকটেশানস’ শিরোনামে এ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।  

ওয়ার্কশপে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এর মেকানিকাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ কর্মশালায় সিভি রাইটিং, স্কিল ডেভেলপমেন্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল, গুগল শিট, ইংরেজি কমিউনিকেশন, ই মেইল রাইটিং, কর্পোরেট ডকুমেন্টেশন, লিংকডইন প্রোফাইল, পোর্টফোলিও ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

ওয়ার্কশপের শেষে উপস্থিত অংশগ্রহনকারীদের টিম ওয়ার্ক স্কিল ডেভেলপড করার লক্ষ্যে ‘স্কেভেনজারস হান্ট’ শিরোনামে কেইস সলভিং কম্পিটিশন আয়োজন করা হয় এবং যৌথভাবে তিনটি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।