ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায়: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায়: জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায়। দেশের মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।

তাই দেশের মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছে না। কারণ, উৎসবের নির্বাচন এখন আতঙ্কের হয়ে পড়েছে।

বুধবার (০১ মার্চ) দুপুরে বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতাদের সঙ্গে এক মতবিনিসময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করছে। সাধারণ মানুষের মত, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসনের কর্তারাও নিরপেক্ষ থাকে না নির্বাচনে। আবার ক্ষমতাসীনদের পেশীশক্তির কারণে নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না প্রতিপক্ষ। ফলে নির্বাচনে খুব নগণ্য সংখ্যক ভোটার উপস্থিত হচ্ছে। তাই নির্বাচনে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে না। এমন নির্বাচন আমরা চায় না। আমরা চাই, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।


জিএম কাদের বলেন, আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। দেশের সাধারণ মানুষ হচ্ছে দেশের মালিক। দেশের মানুষ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ তাকিয়ে আছে।

জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের প্রধান সমন্বয়কারী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকার, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রীমা, ড. জাহিদুল বারী, ড. জাফর, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান, জাতীয় মেডিকেল টেকনোলজিস্টের আহ্বায়ক মো. ইকরাম হোসেন বাবু, সদস্য সচিব মো. আশরাফুল আলম, মো. আব্দুর রহিম রুম্মান, শামসুজ্জামান মীর, আলামিন আকন্দ, আনোয়ার হোসেন, সুজন মিস্ত্রি, আব্দুল্লাহ আল মামুন শোয়েব, আব্দুল জলিল, মহসিন রানা, আরিফুল ইসলাম শিহাব, মো. শৈবাল, মো. ফাহিম, মো. সাগর, মো. পিটার, সাহিদা আক্তার, কেয়া আক্তার, আখি বেগম, মো. ইয়াকুব।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।