ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

কেসিসি নির্বাচন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন টোনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ১৬, ২০২৩
কেসিসি নির্বাচন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন টোনা এস এম খুরশিদ আহমাদ টোনা

খুলনা: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় এস এম খুরশিদ আহমাদ টোনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনঃরায় কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন।

মঙ্গলবার (১৬ মে) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তার ওয়ার্ডে কাউন্সিলর পদে আর অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধতা দিলেই তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর হবেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই এর সময় এস এম খুরশিদ আহমাদ টোনার মনোনয়নপত্র বৈধতা পেলে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি কাউন্সিলর নির্বাচিত হবেন।

কেসিসি নির্বাচনের তপসিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোটগ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।