ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

৫৭ ইউপিতে ভোট ১৭ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ৩১, ২০২৩
৫৭ ইউপিতে ভোট ১৭ জুলাই ফাইল ফটো

ঢাকা: দেশের ৫৭ ইউনিয়ন পরিষদে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ইউনিয়ন পরিষদগুলোতে কাগজের ব্যালটে ভোটগ্রহণ করা হবে।

৫৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৯টিতে সাধারণ নির্বাচন হবে, বাকি ২৮টিতে উপ-নির্বাচন হবে। এ ২৮টির মধ্যে ৮টিতে চেয়ারম্যান ও ২০টিতে সদস্য পদে ভোটগ্রহণ হবে।

ইউপিগুলোর তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ৩১, ২০২৩
ইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।