ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

যশোরের ছয় আসনে ৩১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
যশোরের ছয় আসনে ৩১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

যশোর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।  

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করেন।

প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি মানার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থী এবং তাদের সমর্থকরা।  

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা।

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত শেখ আফিল উদ্দিন পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির (জাপা) আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীক পেয়েছেন।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. তৌহিদুজ্জামান তুহিন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম (ট্রাক প্রতীক), স্বতন্ত্র প্রার্থী চৌগাছার আওয়ামী লীগ নেতা এস এম হাবিব (ঈগল প্রতীক), জাতীয় পার্টির ফিরোজ শাহ লাঙ্গল প্রতীক ও বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল (ডাব প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত শামছুল হক টেলিভিশন প্রতীক পেয়েছেন।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত কাজী নাবিল আহমেদ নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ (ঈগল প্রতীক), বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল (কুলা প্রতীক), জাতীয় পার্টির মাহবুব আলম (লাঙ্গল প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায় (আম প্রতীক), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. তৌহিদুজ্জামান (বটগাছ প্রতীক), তৃণমূল বিএনপি মো. কামরুজ্জামান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান (নোঙর প্রতীক) পেয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত এনামুল হক বাবুল ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারিয়েছেন। ফলে এ আসনে কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের একমাত্র স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের রণজিৎ কুমার রায় (ঈগল প্রতীক), তৃণমূল বিএনপির (অব.) লেফটেন্যান্ট কর্নেল এম শাব্বির আহমেদকে (সোনালী আঁশ প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর প্রতীক), ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী মিনার ও জাতীয় পার্টির জহুরুল হককে (লাঙ্গল প্রতীক) বরাদ্দ দেওয়া হয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগ নেতা ইয়াকুব আলী (ঈগল প্রতীক), তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা (সোনালী আঁশ প্রতীক), ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মিনার ও জাতীয় পার্টির এম এ হালিম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন (কাঁচি প্রতীক), আজিজুল ইসলাম (ঈগল প্রতীক) ও জাতীয় পার্টির জি এম হাসানকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ শেষে প্রতিটি আসনেই প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সঙ্গে নির্বাচনী আচারণবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ইতোমধ্যে সব প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট গ্রহণের পরিবেশ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।