ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্যামপুর-কদমতলীতে বাবলার গণসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
শ্যামপুর-কদমতলীতে বাবলার গণসংযোগ

ঢাকা: নির্বাচনী প্রচারণা দ্বিতীয় দিনে শ্যামপুর ও কদমতলীতে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী শ্যামপুরের ৪৭ নম্বর ওয়ার্ড এবং কদমতলী থানার ৫৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

 

এ সময় পথসভায় বাবলা বলেন, জাতীয় পার্টি সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। আমাদের প্রতিটি নেতাকর্মী শান্তিপ্রিয়। আমাদের সহিংসতায় বিশ্বাস করি না। আর জনগণও শান্তির পক্ষে। আমি বিশ্বাস করি এ এলাকার জনগণ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ পায়, সুষ্ঠু নির্বাচন হয় তাহলে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।  

গণসংযোগকালে জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাউসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শাহনাজ পারভীনসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।