ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজারে কল্যাণপার্টির অফিস পাহারাদারকে বেঁধে কার্যালয়ে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
কক্সবাজারে কল্যাণপার্টির অফিস পাহারাদারকে বেঁধে কার্যালয়ে আগুন

কক্সবাজার: চকরিয়া উপজেলায় কল্যাণপার্টির প্রার্থী সৈয়দ ইবরাহিমের অফিস পাহারাদারকে বেঁধে দলের কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ইবরাহিমের।

ভুক্তভোগী পাহারাদারের নাম আবু ছালেহ। তাকে মঙ্গলবার (২ জানুয়ারি) একটি মরিচ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়া পাড়া এলাকায় ইবরাহিমের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। জাফর আলমের লোকজন তার অফিসের চেয়ার-টেবিলও ভাংচুর করেছে।

কল্যাণপার্টির প্রার্থী সৈয়দ ইবরাহিম অভিযোগ করে বলেন, ভোরে কোনো এক সময় জাফর বাহিনীর সন্ত্রাসীরা বিএমচরে আমার হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিসের পাহারাদার আবু সালেহকে মারধর করে মরিচ ক্ষেতে নিয়ে বেঁধে রাখে। পরে অফিসের আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। সকালে পুলিশ আবু সালেহকে উদ্ধার করেছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ইবরাহিম। তিনি বলেন, ঘটনার পর অসহায় পরিবারের মাঝে আতংক দেখা দিয়েছে। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভুক্তভোগী পাহারাদার বিএমচর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে বাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, আমার কোনো কর্মী এমন কোনো ঘটনা ঘটায়নি। ঘটনাটি ষড়যন্ত্র।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।