ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রতিদ্বন্দ্বী নাই, ভোট দেব কাকে?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
প্রতিদ্বন্দ্বী নাই, ভোট দেব কাকে?

লক্ষ্মীপুর: সকাল ৭টা ২০ মিনিট। লক্ষ্মীপুর-২ আসনের একটি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন তছলিম নামের ব্যক্তি।

ভোট দিবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই। কাকে ভোট দেব? নির্বাচন কেন্দ্রিক নানা উৎসব থাকে, এখন কোনো উৎসব নেই।  

তছলিম জানালেন, এ আসনে ১৩ জন প্রার্থী থাকলেও মূলত এক-দুইজন প্রার্থীর প্রচারণা ছিল। বাকিদের চেনেনও না তিনি।  

ভোটকেন্দ্রটি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। জেলার রায়পুর উপজেলা এবং সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত।  

ভোটকেন্দ্রের পাশের বাসিন্দা নুর হোসন বলেন, এ আসনে যে ১৩ জন প্রার্থী- সেটা আমি জানিও না। মাত্র দুইজন প্রার্থীকে চিনি। এদের মধ্যে একজন প্রার্থীর প্রভাব রয়েছে। তার প্রভাবে এখানে আরেকজন প্রার্থী এজেন্টও দিতে পারেনি।  

স্থানীয় আরেকজন বাসিন্দা বলেন, গতরাত পর্যন্ত ভোটকেন্দ্রের আশপাশে নৌকা এবং ঈগলের প্রার্থীর পোস্টার দেখেছি। সকালে এসে এসে দেখি শুধু একজন প্রার্থীর পোস্টার আছে। বাকি আরেকজন প্রার্থীর পোস্টার উধাও হয়ে গেছে।  

সকাল ৭টা ৩০ মিনিটের দিকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জানালেন কেন্দ্রে কোনো প্রার্থীর এজেন্ট আসেনি। তবে ৭টা ৪৫ মিনিটের দিকে নৌকা প্রতীকের কয়েকজন এজেন্ট কেন্দ্রে আসেন। অন্য ১২ জন প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে আসতে দেখা যায়নি।  

লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৪২৬। পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৮৮৯, নারী ভোটার ২ লাখ ১৯ হাজার ৫৩৫, তৃতীয় লিঙ্গের ২ জন। ভোট কেন্দ্র ১৪৬। মোট প্রার্থী ১৩ জন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমির হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাত ঘড়ি) মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি), স্বতন্ত্র চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ), স্বতন্ত্র সেলিনা ইসলাম (ঈগল), স্বতন্ত্র এফএম জসিম উদ্দিন (ট্রাক)।  

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।