ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রের সামনে মোটরসাইকেল, গুনতে হলো জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মে ২৯, ২০২৪
ভোটকেন্দ্রের সামনে মোটরসাইকেল, গুনতে হলো জরিমানা 

জামালপুর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে জামালপুরের মাদারগঞ্জে ভোটকেন্দ্রের সামনে মোটরসাইকেল রাখায় একজন থেকে জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

বুধবার (২৯ মে) সকাল ৯টার দিকে মাদারগঞ্জ পৌরসভা রওসনারা বালীজুরি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ জরিমানা করা হয়।

 

কেন্দ্রের সামনে সড়কে মোটরসাইকেল রাখায় রাব্বি নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা অনুযায়ী মোটরসাইকেলচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেই অর্থ অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে। জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে।  

জেলার দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৩টি। উপজেলাগুলোতে মোট চেয়ারম্যান প্রার্থী ৮জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা পাঁচ লাখ ৮ হাজার।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।