ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এনআইডি প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি

ঢাকা: আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) ২য় পর্যায় প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা রাজস্বখাতে অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে ঐক্য পরিষদ গঠন করেছেন। এতে আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রোগ্রামার মো. শাহাবুদ্দিনকে ও ডাটা অ্যান্ট্রি অপারেটর আশরাফুর রহমানকে করা হয়েছে সদস্য সচিব।

রোববার (২২ সেপ্টেম্বর) আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২১ আগস্ট আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) ২য় পর্যায় প্রকল্পে কর্মরত-কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ কল্যাণ ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে প্রকল্পের সব কর্মকর্তা কর্মচারীদের ঐক্য ও মতামতের ভিত্তিতে ‘আইডিইএ-২ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ নামে একটি সংগঠন গঠিত হয়। এতে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মো. শাহাবুদ্দিন (সহকারী প্রোগ্রামার), যুগ্ম আহ্বায়ক মো. মদিনা আহমেদ (সহকারী পরিচালক) ও মো. আল-আমিন (ডাটা অ্যান্ট্রি অপারেটর) এবং সদস্য সচিব হিসেবে আশরাফুর রহমানকে (ডাটা অ্যান্ট্রি অপারেটর) সংগঠনে সদস্যদের মতামতের ভিত্তিতে মনোনীত করা হয়েছে। সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রোগ্রামার রুবেল চন্দ্র মজুমদার।

আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে ‘আইডিইএ-২ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ এর একটি গঠনতন্ত্র তৈরি করে সংগঠনের সব সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি ‘কার্যনির্বাহী কমিটি’ গঠন এবং প্রকল্পে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণের পাশাপাশি চাকরির ন্যায্য অধিকার আদায় এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়নে কাজ করবে।

আমাদের প্রধান দাবি ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে দিয়ে প্রকল্পের বিদ্যমান জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করা’। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কমিটি ২২৩১ জন জনবলকে নিয়ে প্রয়োজন ও প্রেক্ষাপট অনুযায়ী তাদের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে গত ২৭ আগস্ট প্রধান উপদেষ্টাকে চাকরি রাজস্ব নেওয়ার সুপারিশ করে চিঠি দিয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।