ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ইসি কর্মকর্তারা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ইসি কর্মকর্তারা 

ঢাকা: সস্প্রতি একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কাকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা-কর্মচারীরা। এজন্য মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সহায়তা চেয়েছেন তারা।

সোমবার (০৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসির কর্মকর্তারা-কর্মচারীরা আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়েছেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে আহত ও লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানকে গত ৩০ মার্চ ভোর বেলায় (আনুমানিক ভোর ৫টায়) সিয়াম পালনরত অবস্থায় তার নিজ গ্রামের বাড়িতে (হাইদগাঁও, পটিয়া, চট্টগ্রাম) অবস্থানকালীন ১০ থেকে ১৫ জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ (বাঁশ, হাতুড়ি ইত্যাদি) প্ৰাণঘাতী হামলান চালায়। ওই ঘটনা নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার করেছে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন মনে করে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্বপালন করায় এধরনের ঝুঁকির সৃষ্টি হয়। এ অবস্থায়, নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যালয়সমূহে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
ইইউডি/এমজেএফ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।