ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ১৭ আগস্ট!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ১৭ আগস্ট!

ঢাকা: একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের পর এবার গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ১৭ আগস্ট দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদকদের সঙ্গে বসার জন্য চিন্তা-ভাবনা করছে সংস্থাটি।

ইসির জনসংযোগ শাখা বুধবার (২ আগস্ট) এ সংক্রান্ত প্রস্তাবনা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছে। এতে আগামী ১৭ আগস্ট বেলা ১১টায় সময় নির্ধারণ করে ফাইল উপস্থাপন করা হয়েছে বলে জানা যায়।


 
জানা যায়, ৫৮ জন সাংবাদিকের তালিকা করা হয়েছে। এদের মধ্য থেকে গুরুত্ব বিবেচনায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত দেবে কমিশন। তালিকায় দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক ক্যাটাগরি করা হয়েছে।
 
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, তালিকা প্রস্তুত করে উপস্থাপন করা হয়েছে। কখন ও কতজন সাংবাদিকের সঙ্গে সংলাপ হবে নির্বাচন কমিশন সে সিদ্ধান্ত দেবে।
 
নির্বাচন কমিশন গণমাধ্যমের পর এনজিও, রাজনৈতিক দল ও নারী প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ করবে।
 
সংবিধান অনুযায়ী, ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।