ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তজুমদ্দিনে উপ-নির্বাচনে আ’ লীগ প্রার্থী ফজলুল বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
তজুমদ্দিনে উপ-নির্বাচনে আ’ লীগ প্রার্থী ফজলুল বিজয়ী ফজলুল হক দেওয়ান। ছবি: সংগৃহীত

ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক দেওয়ান।

বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর সন্ধ্যায় গণনা শেষে বেসরকারি এ ফলাফল জানা যায়।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ফজলুল হক পেয়েছেন ৫৯ হাজার ৭৮৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাছির হোসেন দুলাল পেয়েছেন চার হাজার ৩৪৯ ভোট। দুলালের প্রতীক ছিল আনারস।

ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা মিন্টু পেয়েছেন দুই হাজার ১৪৬ ভোট।

উপজেলার পাঁচ ইউনিয়নের ভোটার সংখ্যা ৮৫ হাজার ৭২৭। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৮২৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৪১ হাজার ৯০৩ জন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদউল্লাহ জসিমের মৃত্যু হয়। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।