ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেয়র না হলেও জনগণের পাশে থাকবো: সাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
মেয়র না হলেও জনগণের পাশে থাকবো: সাদিক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, বরিশালের নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর রয়েছে। নির্বাচন কমিশনারও বলে গেছেন। অন্য দুই সিটির মতো কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (২৮ জুলাই) সন্ধ্যায় নগরের কালিবাড়ি রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সাদিক বলেন, ভোটারদের প্রতি আহ্বান ৩০ তারিখে তারা যেন কেন্দ্রে যান এবং ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে জয়ী করেন।

প্রত্যাশা আমি বিজয়ী হবো, তারপরও যদি জনগণ আমার পক্ষে রায় না দেন, যে নির্বাচিত হবেন তাকে সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, আমি বার বার বলেছি, আমি রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতি করতে এখানে এসেছি, জনগণের সেবা করতে এসেছি, মেয়র না হলেও জনগণের পাশে থাকবো। আর মেয়র হলে সেবা করার পরিধি বাড়বে।

এর আগে প্রচার-প্রচারণার শেষদিন বিকেল ৪টায় বরিশাল নগরের নগর ভবনের সামনের সড়কে নৌকা প্রতীকের পক্ষে পথসভা করেছে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।