ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু বুধবার স্মার্ট কার্ড হাতে এক নারী/ছবি: বাংলানিউজ

ঢাকা: জেলা পর্যায়ে দ্বিতীয় ধাপে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ শুরু হচ্ছে বুধবার (৮ আগস্ট)। এই ধাপে ২৭ জেলার ভোটাররা স্মার্টকার্ড পাচ্ছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা নির্বাচন ভবন থেকে বুধবার (০৮ আগস্ট) বেলা ১১টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন।

তবে ভিডিও কনফারেন্স হবে কেবল আটটি জেলায়।

এগুলো হলো-ময়মনসিংহ, ভোলা, চাঁদপুর, নওগাঁ, যশোর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার ও মাদারীপুর।
 
২৭টি জেলা সদরের ভোটাররাই প্রথমে পাবেন স্মার্টকার্ড। তারপর পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জেলার অন্য উপজেলাগুলোর দিকে অগ্রসর হবে ইসি।
 
যে ২৭টি উপজেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে এগুলো হলো-মানিকগঞ্জ সদর, মুন্সিগঞ্জ সদর, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, ময়মনসিংহ সদর, টাঙ্গাইল সদর, কিশোরগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, ফেনী সদর, নাটোর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাঙ্গা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ফরিদপুর ভাংগা, ভোলা সদর, ও মৌলভীবাজার সদর।
 
গত ১ ডিসেম্বর জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম হাতে নেয় নির্বাচন কমিশন। সে সময় ৩৭টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিইসি।
 
২০১১ সালের সিদ্ধান্ত অনুযায়ী, তখন করা ৯ কোটি ভোটারের মধ্যে ৪ কোটির স্মার্টকার্ড প্রস্তুত করে বিতরণের প্রক্রিয়ায় রেখেছে ইসি। এখনো ৫ কোটি স্মার্টকার্ড উৎপাদন অবশিষ্ট রয়েছে। এ বছরের মধ্যেই সেই ৯ কোটি ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার ঘোষণা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু মেশিন সচল থাকা সত্ত্বেও স্মার্টকার্ড উৎপাদন বন্ধ রেখেছে সংস্থাটি।
 
বর্তমানে ভোটার সংখ্যা সাড়ে ১০ কোটির মতো। সেই হিসেবে আরো দেড় কোটি ভোটারের স্মার্টকার্ড তৈরি করতে হবে। নির্বাচন কমিশন এজন্য আলাদা একটি প্রকল্প থেকে অর্থ সংগ্রহের প্রচেষ্টা চালাচ্ছে।

** সংসদ নির্বাচনে অনিয়ম না হওয়ার নিশ্চয়তা নেই: সিইসি
 
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
ইইউডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।