ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সকালেই জেলা পর্যায়ে মনোনয়নপত্র পাঠাচ্ছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
সকালেই জেলা পর্যায়ে মনোনয়নপত্র পাঠাচ্ছে ইসি

ঢাকা: একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণাকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালেই জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য প্রতিটি জেলা নির্বাচন কর্মকর্তাকে তাদের প্রতিনিধি বিজি প্রেসে (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) পাঠাতে বলা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে এক ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর যেন সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী উপকরণ সংগ্রহ করতে কোনো অসুবিধা না হয়, এজন্য সকালেই মাঠ পর্যায়ে মনোনয়নপত্র পত্রসহ অন্যান্য উপকরণ পাঠানো হবে।


 
উপকরণগুলোর মধ্যে রয়েছে- মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন রকম ফরম।
 
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টায় বিজি প্রেস থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তার প্রতিনিধি পাঠিয়ে উপকরণ নিতে বলা হয়েছে।
 
সংবিধান অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এবার ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮ 
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।