ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বন্ধের নির্দেশ যাচ্ছে রাতেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বন্ধের নির্দেশ যাচ্ছে রাতেই নির্বাচন ভবন

ঢাকা: সব ধরনের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বন্ধের নির্দেশনা মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে রাতেই। এ সংক্রান্ত প্রস্তাবনা ইতিমধ্যে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বাংলানিউজকে মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে জানান, নির্দেশনার অনুমোদন দিয়েছে কমিশন, রাতেই পাঠানো হবে।

নির্বাচনপূর্ব সময়ে প্রকল্প অনুমোদন না দেওয়ার নির্দেশনা রয়েছে আইনে।

তার অংশ হিসেবেই স্থানীয় সরকার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সব ধরনের প্রকল্প এবং অনুদান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে।

নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের আগ পর্যন্ত কোনো ধরনের অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান ও অর্থ ছাড় না দিতে বলেছে নির্বাচন কমিশন।

নির্দেশনায় বলা হচ্ছে, কোনো সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে কোনো প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ কিংবা ছাড় দিতে পারবে না।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।