ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সরকারের কোনো ব্রিফিংয়ে জেলা প্রশাসকদের অংশগ্রহণ নয়: ইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
সরকারের কোনো ব্রিফিংয়ে জেলা প্রশাসকদের অংশগ্রহণ নয়: ইসি ইসি ভবন

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সরকারের কোনো ব্রিফিংয়ে অংশ না নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খানের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেন চাকরি বর্তমান নির্বাচন কমিশনের অধীন।

তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত তারা ইসির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না। ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খানের পাঠানো চিঠিজেলা প্রশাসকদেরর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিল বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

** নির্বাচনী এলাকায় অনুদান-ত্রাণ বিতরণ নয়

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
ইইউডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।