ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজার-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন চাচা-ভাতিজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
কক্সবাজার-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন চাচা-ভাতিজা একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলানিউজ গ্রাফিক্স

কক্সবাজার: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কক্সবাজার-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও তার ভাতিজা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিক।

বুধবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে সোয়া চারটার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.কামাল হোসেন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।  

মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আশেক উল্লাহ রফিক বাংলানিউজকে বলেন, বর্তমানে (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের মহাযজ্ঞ চলছে।

সুতরাং এ আসনে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত।

আপনার চাচা বিএনপি থেকে নির্বাচন করছে, এতে কোনো প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটাররা সব সময় নতুনত্ব চায়, নতুন নেতৃত্ব পছন্দ করে। তাই এবারের নির্বাচনে ভোটারেরা তাকে বর্জন করবে।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে চাচা- ভাতিজা, ভাই-বোন বা একই পরিবারের একাধিক প্রার্থী হতেই পারে। আমার জয়ের ব্যাপারে এ বিষয়টি কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না।

এছাড়া একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. আনসারুল করিম, হামিদুর রহমান আজাদ (জামায়াত ইসলামী), বিকল্পধারা থেকে মেজর (অব.) সাহেদ সরওয়ার ও জাতীয় পার্টি থেকে মহিবুল্লাহসহ আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।