ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাঙামাটিতে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
রাঙামাটিতে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ছবি: বাংলানিউজ গ্রাফিক্স

রাঙামাটি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসনে স্বতন্ত্র পদপ্রার্থী অমর কুমার দে ও আরেক স্বতন্ত্র প্রার্থী আশিষ কুমার দাশগুপ্তের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (০২ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বাংলানিউজকে বিষয়টি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অমর এবং আশিষ দুইজনে তাদের নির্বাচনী এলাকার একভাগ ভোটারের তালিকা স্বাক্ষরসহ জমা দিতে না পারায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

আব্দুল লতিফ শেখ বাংলানিউজকে বলেন, বর্তমানে এ আসনে ১০ জন সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। আগামী ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।