ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মুন্সিগঞ্জে র‌্যাবের টহল জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মুন্সিগঞ্জে র‌্যাবের টহল জোরদার

মুন্সিগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। 

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্নস্থানে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে মহড়া দিচ্ছে র‍্যাব।  

জানা যায়, র‍্যাব-১১ এর শ্রীনগর ভাগ্যকূল (সিপিসি-১) কোম্পানি মুন্সিগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ ও দোহারে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে।

মুন্সিগঞ্জে আটটি পেট্রোল ও দুইটা মোবাইল টিম কাজ করছে।  

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, এএসপি মহিতুল ইসলাম বাংলানিউজকে জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি ও স্বাভাবিক জনজীবনে কেউ যাতে সমস্যা তৈরি করতে না পারে সেজন্য র‌্যাবের পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে। নির্বাচনকালীন এ মহড়া চলবে। মানুষ যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।