ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

দ্বিতীয় পর্যায়ে উপজেলা ভোট ১৮ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, ফেব্রুয়ারি ৭, ২০১৯
দ্বিতীয় পর্যায়ে উপজেলা ভোট ১৮ মার্চ ইসি সচিব হেলালুদ্দীন আহমদ/ফাইল ফটো

ঢাকা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। এ ধাপে ভোটগ্রহণ করা হবে ১২৯ উপজেলায়।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
 
হেলালুদ্দীন আহমদ জানান, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৮ মার্চ।

 

সচিব বলেন, এই পর্যায়ে ৫টি বিভাগের ১টি জেলার মোট ১২৯টি উপজেলায় ভোট হবে।  

.ইভিএম ব্যবহার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের জন্য নীতিমালা করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ভেটিং হয়ে এলে কমিশন সভা করে সিদ্ধান্ত নেবে। তবে প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।