ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুড়িগ্রামে ৮ উপজেলায় আ’লীগ ৫, বিদ্রোহী ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
কুড়িগ্রামে ৮ উপজেলায় আ’লীগ ৫, বিদ্রোহী ২

কুড়িগ্রাম: কুড়িগ্রামে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আটটি উপজেলার মধ্যে পাঁচটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং দু’টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। রৌমারী উপজেলায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।

রোববার (১০ মার্চ) রাতে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমান উদ্দিন আহমেদ মঞ্জু নৌকা প্রতীকে ৩৪ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইদুল হাসান দুলাল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ১৪৯ ভোট। এ উপজেলায় চারটি স্থগিত কেন্দ্রে ভোট সংখ্যা ১১ হাজার ৭৮২টি।  

ভুরুঙ্গামারীতে আওয়ামী লীগের নুরন্নবী চৌধুরী খোকন নৌকা প্রতীক নিয়ে ৬৪ হাজার ৬১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকের পার্টির আব্দুল হাই মাস্টার গোলাপফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩৭১ ভোট।

নাগেশ্বরীতে আওয়ামী লীগের মোস্তফা জামান নৌকা প্রতীক নিয়ে ৪১ হাজার ৯৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মহিবুল হক খন্দকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৭৫ ভোট।

রাজারহাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী মোটরসাইকেল প্রতীক ৪৬ হাজার ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নুর মো. আক্তারুজ্জামান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৮ ভোট।

উলিপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম হোসেন মন্টু নৌকা প্রতীকে ৫৫ হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩৪২ ভোট। এ উপজেলায় চারটি কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত কেন্দ্রগুলোতে ৯ হাজার ৯৭২ ভোট রয়েছে।

চিলমারীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত আলী সরকার নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৩৭১ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোবাইদুল ইসলাম বাদল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৫৪ ভোট।

রাজিবপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আকবর হোসেন হিরু আনারস প্রতীক নিয়ে ২০ হাজার ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট।

রৌমারী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ আব্দুল্লাহ মোটরসাইকেল প্রতীক নিয়ে ২১ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী পেয়েছেন ১৮ হাজার ৬৩৯ ভোট। এ উপজেলায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি। স্থগিত কেন্দ্রে মোট ভোট সংখ্যা ২ হাজার ৪০০।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।