ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মৌলভীবাজারের ৭ উপজেলার চেয়ারম্যান হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
মৌলভীবাজারের ৭ উপজেলার চেয়ারম্যান হলেন যারা সোয়েব আহমদ, এম.এ. মহিত ফারুক, শফি আহমদ সলমান,শাহজান খান,রফিকুর রহমান, রনধীর কুমার দেব ও কামাল হোসেন

মৌলভীবাজার: মৌলভীবাজারের সাতটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারি এ ফলাফল জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম।  

জানা গেছে, বড়লেখা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সোয়েব আহমদ ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রফিকুল ইসলাম সুন্দর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৫৭৩ ভোট।

জুড়ী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এম এ মহিত ফারুক আনারস প্রতীক নিয়ে ২৫ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৮৮৬ ভোট।  

কুলাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৫৪ হাজার ৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন শফি আহমদ সলমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আ স ম কামরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১৩২ ভোট।  

রাজনগরে কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৭ হাজার ৩৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহজান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজবাউদ্দোজা ভেলাই আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৫৯৫ ভোট।  

কমলগঞ্জে নৌকা প্রতীক নিয়ে ৪৯ হাজার ১৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ইফতেখার আহমদ বুলবুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৫৫১ ভোট।

শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামী লীগের রণধীর কুমার দেব নৌকা নিয়ে ৫১ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফজাল হক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৫০০ ভোট।  

এছাড়া সদর উপজেলায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কামাল হোসেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।