ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইটনায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
ইটনায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা উপজেলা পরিষদ নির্বাচন

কিশোরগঞ্জ: তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান চুন্নুকে (টিয়া পাখি প্রতীক) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৩ মার্চ) দুপুরে এ জরিমানা করেন নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব পাশা বাংলানিউজকে জানান, উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা-২০১৬ ভঙ্গ করে সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার সাঁটানোর অপরাধে ওই প্রার্থীকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

 

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।   

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।