সকাল ১০টা পর্যন্ত হাজিরপাড়া সরকারি হামিদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৯ নম্বর বুথে একটি ভোটও পড়েনি। চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রতাপ দেখা যায়নি।
লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার ৪৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। ৩৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
যেকোন ধরনের সহিংসতা এড়াতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলার পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া বলেন, নির্বাচনী সহিংসতা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসআর/আরআর