শনিবার (১ ফেব্রুয়ারি) উত্তরের রিটানিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, নিয়ম রয়েছে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ এক শতাংশ ভোটারের আঙুলের ছাপ না মিললে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
ইতোমধ্যে অধিকাংশ কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের ভোট প্রিজাইডিং অফিসারের সহযোগিতা দেওয়া হয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা এক শতাংশের বেশি ভোট দেওয়ার সুযোগ চেয়ে কমিশনের শরণাপন্ন হযেছেন বলেও জানা গেছে।
এ ব্যাপারে ডিএনসিসির এক সহকারী রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারের সংশ্লিষ্ট থেকে তাদের ভোট দেওয়ার ব্যবস্থার সুযোগ রয়েছে। বর্তমানে এক শতাংশের বেশি ভোট দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসএমএকে/আরবি/