শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেইটে দেখা যায় এমনই চিত্র।
এর আগে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়।
ফলাফল ঘোষণা দেখতে থাকা দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেইটে কড়াকড়ির কারণে ভেতরে অডিটোরিয়ামে ঢুকতে পারছেন না তারা। তাই এ মনিটরের মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা দেখছেন তারা।
ক্ষুদ্র ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, বাসায় টিভি নেই। এ খবর শুনতে গেলে অন্যের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। নির্বাচন কমিশন এমন ব্যবস্থা করায় আমরা টাটকা খবর পেয়ে যাচ্ছে। এতে আমাদের উপকারই হচ্ছে।
রিকশাচালক আব্দুস সামাদ বলেন, এখান থেকে সর্বশেষ খবর আমরা পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
পিএস/এবি