ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রবাসীদের এনআইডি: যুক্তরাজ্যে কার্যক্রম শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
প্রবাসীদের এনআইডি: যুক্তরাজ্যে কার্যক্রম শুরু বুধবার ইসি

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার লক্ষ্যে এবার যুক্তরাজ্যে কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ার) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. ইসলাঈল হোসেন জানান, বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তিকরণের উদ্বোধন করবেন সিইসি।

এছাড়া এদিন স্থানীয় সময় দুপুর ২টায় সিইসি যুক্তরাজ্যের ইলেক্টোরাল কমিশনের প্রধানের সঙ্গে মতবিনিময় করবেন।   

এরপর ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সিইসি ম্যানচেস্টার যাবেন। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তিকরণ, প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তিকরণের গুরুত্ব, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। সিইসি দেশে ফিরবেন ১৪ ফেব্রুয়ারি।

এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর দুবাই প্রবাসীদের মধ্যে এ কার্যক্রম শুরু করে ইসি। তার আগে একই বছর ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থারত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়। এরই মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে উন্মোচিত করে নির্বাচন কমিশন। পরে পর্যায়ক্রমে সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্যান্য দেশে কার্যক্রমটি শুরু হবে। বিভিন্ন দেশে প্রায় দেড় কোটির মতো প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।