ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবেন

বাগেরহাট: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার এসিলাহা মাধ্যমিক বিদ্যালয়ে উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই।

মূলত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্টেটরা। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অতি উৎসাহী হয়ে বা স্বপ্রণোদিত হয়ে কোনো বিতর্কিত কাজ করবেন না। বিধি লঙ্ঘনের দায়িত্ব নির্বাচন কমিশন নেবে না।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

এ প্রশিক্ষণে ভোটগ্রহণ সংশ্লিষ্ট ১ হাজার ৪শ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। শুক্রবার (১৩ মার্চ) শুরু হওয়া এ প্রশিক্ষণ রোববার (১৫ মার্চ) শেষ হবে।
 
আগামী ২১ মার্চ বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।