ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

চলছে ঢাকা-১০ আসনের ভোট গণনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
চলছে ঢাকা-১০ আসনের ভোট গণনা চলছে ঢাকা-১০ আসনের ভোট গণনা

ঢাকা: ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও করোনা আতংকে ভোটার উপস্থিত অন্যান্য ভোটের তুলনায় অনেক কম ছিল।

যদিও নির্বাচন কমিশন থেকে হ্যান্ড স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে।

এদিকে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ এবং নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন।

ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়রপদে তিনি নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।