শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও করোনা আতংকে ভোটার উপস্থিত অন্যান্য ভোটের তুলনায় অনেক কম ছিল।
এদিকে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ এবং নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন।
ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়রপদে তিনি নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসএমএকে/এএটি