ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

আ.লীগের ১১ বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
আ.লীগের ১১ বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি 

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

বুধবার (২৭ অক্টোবর) রাতে ওই উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাব পাঠানো হয়েছে।  

অব্যাহতি পাওয়া ১১ জন হলেন- উপজেলার লক্ষীপুর ইউপির বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও একই ইউনিয়নের কৃষকলীগের সাবেক সভাপতি আয়নাল হক, মালিবাড়ী ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, কুপতলা ইউপির বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ইমাম হাসান, সাহাপাড়া ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মওলা, বল্লমঝাড় ইউপির বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান, বাদিয়াখালী ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাফায়েতুল হক, বোয়ালি ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কামারজানি ইউপির বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মতিয়ার রহমান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী সরকার।
গাইবান্ধা সদর উপজেলার মোট ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগের ১২ জন বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।  

মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রত্যাহারের শেষ দিনে গিদারি ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। অন্য ১১ জন বিদ্রোহীকে গতকাল ২৭ অক্টোবর দল থেকে অব্যাহতি দেওয়া হয়।  

দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬ জন প্রার্থী।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।