ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন পোলিং এজেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন পোলিং এজেন্ট

ব্রাহ্মণবাড়িয়া: ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করায় কারাগারে যেতে হয়েছে মো. কারিফ (৩৮) নামে এক পোলিং এজেন্টকে।

বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কারিফ এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হালিম শাহ মো. লীল মিয়ার ছোট ভাই।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিন সারোয়ার জানান, স্বতন্ত্র প্রার্থী লীল মিয়ার ছোট ভাই ও পোলিং এজেন্ট কারিফ ভোট কেন্দ্রের ভেতরে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। কেন্দ্রে দায়িত্বরতরা তাকে মোবাইল ফোন জমা দিতে বললেও তিনি জমা দেননি। এছাড়া তিনি ভোট কেনার জন্য টাকা বিতরণ করছিলেন। এ সময় তাকে ২৬ হাজার ৮০০ টাকা এবং মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।