ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জালভোট দিতে এসে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
জালভোট দিতে এসে আটক ৪ আটক

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় তাদের আটক করা হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রিপন সরকার জানান, চার যুবক কেন্দ্রে এসে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।  

সোমবার ০৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ করছে ইসি। এর মধ্যে নয়টিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

এর আগে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।