রংপুর: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৪টিতেই আওয়ামী লীগের পরাজয় হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে এমন চিত্র দেখা যায়।
মিঠাপুকুরের ১৭ টির ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৯টিতে স্বতন্ত্র প্রার্থী, ৩টিতে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- ১নম্বর খোড়াগাছ ইউনিয়নে আসাদুজ্জামান (মোটরসাইকেল, আ.লীগ-বিদ্রোহী), ২নম্বর রাণীপুকুর ইউনিয়নে আবু ফরহাদ পটু (ঢোল, আ.লীগ-বিদ্রোহী), ৩নম্বর পায়রাবন্দ ইউনিয়নে মাহবুবার রহমান মাহবুব (মোটরসাইকেল), ৪নম্বর ভাংনী ইউনিয়নে আব্দুল্যাহ আল মামুন (মোটরসাইকেল), ৫নম্বর বালারহাট ইউনিয়নে মাওলানা আবুল হাসনাত রতন (মোটরসাইকেল), ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়নে জয়নাল আবেদীন মাস্টার (মোটরসাইকেল), ৭নম্বর লতিবপুর ইউনিয়নে ইদ্রিস আলী (আনারস, আ.লীগ-বিদ্রোহী), ৮নম্বর চেংমারী ইউনিয়নে রেজাউল কবির টুটুল (আনারস, আ.লীগ-বিদ্রোহী), ৯নম্বর ময়েনপুর ইউনিয়নে মোকছেদুল আলম সরকার মুকুল (চশমা, আ.লীগ-বিদ্রোহী), ১০নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নে শাহজাহান মিয়া (মোটরসাইকেল), ১১নম্বর বড়বালা ইউনিয়নে তরিকুল ইসলাম সরকার স্বপন (ঘোড়া), ১২নম্বর মিলনপুর ইউনিয়নে আতিয়ার রহমান (নৌকা, আ.লীগ), ১৩নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নে হারুন অর রশিদ তালুকদার (ঘোড়া ), ১৪নম্বর দুর্গাপুর ইউনিয়নে সাইদুর রহমান তালুকদার (নৌকা, আ.লীগ), ১৫নম্বর বড় হয়রতপুর ইউনিয়নে আব্দুল মতিন (নৌকা, আ.লীগ), ১৬নম্বর ইউনিয়নে মাওলানা শফিকুল ইসলাম (মোটরসাইকেল) এবং ১৭নম্বর ইমাদপুর ইউনিয়নে শফিকুল ইসলাম (মোটরসাইকেল)।
উপজেলায় ১৭টি ইউনিয়নের ২২১টি পদে মোট ১ হাজার ১৯২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩১ জন, সাধারণ সদস্য পদে ৭৭৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এনএইচআর