ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকার প্রার্থী পেলেন ৯৬ ভোট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
নৌকার প্রার্থী পেলেন ৯৬ ভোট

খাগড়াছড়ি: সপ্তম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মনিন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন মাত্র ৯৬ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটরসাইকেল প্রতীকে এক হাজার ৪৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত শিটে দেখা যায়, চেঙ্গী ইউনিয়ন পরিষদে মোট ভোটার ছয় হাজার ৭৭৯ ভোট। এর মধ্যে পাঁচ হাজার ৪০১ ভোটার ভোট দিয়েছেন। এই ইউনিয়নে নৌকার প্রার্থী সবচেয়ে কম ভোট পেয়েছেন।
 
পানছড়ি উপজেলার চার ইউনিয়নের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে নৌকার মনোনীত প্রার্থী। বাকি তিন ইউপিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।