গোপালগঞ্জ: উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিল এবং নারী কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ১৫ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৮ জন ও পাঁচটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
মেয়র প্রার্থীরা হলেন- জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র কাজী লিয়াকত আলী, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ রকিব হোসেন, পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম, ব্যবসায়ী দিলীপ কুমার সাহা দীপু, ব্যবসায়ী এস এম নজরুল ইসলাম নতুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সদস্য মো. আবুল ফাত্তাহ।
গোপালগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫৫ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৮১৬ জন ও নারী ভোটর ২৭ হাজার ৮১৬ জন।
এদিকে মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া নয় ওয়ার্ডে কউন্সিলর পদে ৩৪ জন ও তিনটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, স্বতন্ত্র আশরাফুল আলম শিমুল, আহাজ্জাদ মহসিন খিপু মিয়া, সাজ্জাদ করিম মন্টু, আহাদুল ইসলাম ও সাইফুদ্দীন সরদার বিদ্যুৎ।
মুকসুদপুর পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৬৩৫ জন ও নারী ভোটর আট হাজার ৭১৩ জন।
আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআই